বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন গাইবান্ধার একঝাঁক তরুণ-তরুণী। তাঁদের সবার গায়ে সবুজ রঙের টি-শার্ট। টি-শার্টের সামনে পেছনে লেখা আছে ‘Love for all’ (সবার জন্য ভালোবাসা)। আর সবার হাতে লাল গোলাপ। যেখানে যাকে পাচ্ছেন, তার হাতে একটি লাল গোলাপ ধরিয়ে দিয়ে ভালোবাসা ব্যক্ত করছেন
0 Comments