দেশটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাক, সেটা নিশ্চয় সবারই চাওয়া। কিন্তু যেখানে-সেখানে ময়লা ফেলার কাজটিও আমরাই করি। আমাদের শহর-নগরের অধিকাংশ রাস্তাঘাট, পাবলিক প্লেস—সবকিছুই নোংরা আবর্জনায় ভরা। এর দায়দায়িত্ব সরকার, নগর বা পৌর কর্তৃপক্ষের ওপর অবশ্যই বর্তে, কিন্তু নাগরিক হিসেবে আমরা আসলে কতটা দায়িত্বসচেতন?
‘আমি শপথ করছি যে জীবনে কখনো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলব না। বিশেষ করে রাস্তায় ও খোলা জায়গায়। অন্যদেরও ময়লা না ফেলতে উৎসাহিত করব। আমি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি।’
আপনি নিচ্ছেন তো?