আজ ইফতার বিতরন করতে গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আসার সময় পেছন থেকে কে যেন ডাকছে, তাকিয়ে দেখি এক মহিলা ও তার দুই বাচ্চাকে সাথে নিয়ে দৌড়ে আসছে একজন শিশু কোলে আরেক জন ভাইয়া ভাইয়া বলে বলছে আমাকে খাবার দিবা না।

এমন আকুতি দেখে থেমে থাকতে পারিনি, খাবার এর প্যাকেট হাতে তুলে দিতেই অন্যরকম এক অনভূতি দেখতে পেলাম। যা বলার মতো না।
এরকম অনেক অসহায় মানুষ রয়েছে, আসুন আমরা নিজের সাধ্যমতো এই মানুষদের পাশে দাঁড়াই....
মেহেদী (গাইবান্ধা) - 01767140114 (Bkash, Nogod, Rocket)
ঢাকা অফিস - 01743732845 (Bkash, Nogod, Rocket)
BANK NAME : THE CITY BANK LIMITED
ACCOUNT : ZOOMBANGLA YOUTH FOUNDATION
ACCOUNT NO. : 1781330017429
BRANCH : ISLAMIC BANKING BRANCH