আমার আমাদের সমাজের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনার মাঝে ময়লা দুর্গন্ধে ভরা। আমরা খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা করতেই পারি না। আমাদের ভালো কি করে হবে?
একজন হুজুরের কাছে গল্প শুনে ছিলাম। দুই ব্যক্তি খুব ভোরে নদীর ঘাটে এসেছে। সেই দুজনের মাঝে প্রথমজন সারারাত জেগে আল্লাহকে ডাকছে নামাজ আদায় করছে। অন্যজন সারা রাত চুরি করছে।
দুজনে একে অপরের দিগে তাকিয়ে চিন্তা করছে। প্রথমজন ভাবছে আরে লোকটা কত ভালো, ঐ লোক সারা রাত জেগে আল্লাহকে ডাকছে নামাজ আদায় করছে। মনে মনে দোয়া করে বললো। আল্লাহ আপনি ওনার সকল আশা পুরোন করুন। সকল গুনা মাফ করে দিয়েন
২য় জন চিন্তা করছে আরে শালা ঐ লোকটা একটা বড় চোর। এক এলাকায় দুইজন চোর হলেতো সমস্যা। দুইজনে চুরি করলে তো এই এলাকায় বেশি দিন চুরি করতে পারবো না। সব কিছু অল্প দিনে শেষ হয়ে যাবে
।
আমাদের অবস্থা এমনই। আমরা যে যেমন মানুষ, আমাদের চিন্তা ভাবনাও তেমন। আমাদের নিজেদের ভালো। সমাজ ও দেশের জন্য ভালো কিছু আশা করতে হলে আগে আমাদের নিজেদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। আগে নিজেকে ভালো মানুষ তৈরী করতে হবে। যদি আমি নিজে খারাপ মানুষ হই তাহলে আমার চোখে সকলেই খারাপ মানুষ সেটাই মনে হবে।
যতক্ষণ না আমি নিজে ভালো মানুষ হবো, চিন্তা ভাবনার পরিবর্তন না করবো। ততক্ষন না নিজের ও সমাজ দেশের ভালো কিছু হবে। নিজে ভালো তো জগৎ ভালো।

0 Comments