ফেসবুক বন্ধুরা,

আমার পরপর তিনটি আইডি ডিজেবল হয়ে যায়। এই আইডিটির আবার সমস্যা দেখা দিচ্ছে। আইডিতে জিমেইল ও টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে।
সবাই বেশি বেশি করে কমেন্ট ও শেয়ার করবেন। আইডিটি সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের কারো কোন পরামার্শ থাকলে কমেন্ট অথবা ইনবক্স করে জানাবেন।
বর্তমানে Md Mehedi Hasan নামে ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ সক্রিয় আছে। তাছাড়া আমার এই নামে কোন আইডি নেই।
সবাইকে যুক্ত হওয়ার অনুরোধ রইল,